মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়টি হযরত শাহমাখদুম (রহঃ) এর পূন্য স্মৃতি বিজরিত শিক্ষা নগরী রাজশাহী পশ্চিম প্রান্ত রাজপাড়া থানা অবস্থিত । ১৯৮৬ সালে এক দল শিক্ষানূরাগী ব্যক্তি এই এলাকায় একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা প্রয়োজনীয়তা অনুভব করে । এই উদ্দেশ্য ১৮/১১/১৯৮৬ সালে মহিষবাথান সরকারি প্রথমিক বিদ্যালয়ে এক সভায় মিলিত হন। উক্ত সভায় সর্ব সম্মতি ক্রমে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা সিদ্ধান্ত গৃহীত হয়। এর ধারাবাহিকতায় ০১/০১/১৯৮৭ সালে এই বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। তখন থেকে বি্দ্যালয়টি শ্রমজীবি ও অস্বচ্ছল জনগোষ্ঠী মেয়েদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে । এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে নিম্ন লিখিত ব্যক্তিদের নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য । ১। জনাব মোঃ সিদ্দিকুর রহমান সভাপতি ২। জনাব মোঃ এমদাদুর রহমান সহ সভাপতি ৩। জনাব মোঃ নূরুল হক সম্পাদক ৪। জনাব মোঃ লুৎফর রহমান সদস্য ৫। জনাব মোঃ কোরবান হোসেন সদস্য ৬। জনাব মোঃ এহেসানুউল হক সদস্য ৭। জনাব মোঃ আব্দুল হক সদস্য ৮। জনাব মোঃ ইসারুল হক কোষাধাক্ষ্য ৯। জনাব মোঃ আহম্মদ হোসেন সদস্য ১০। জনাব মোঃ আজহারুল ইসলাম সদস্য ১১। জনাব মোঃ মাহতাবুল ইসলাম (বাবু) সদস্য ১২। জনাব মোঃ আব্দুল হাই সদস্য ১৩। জনাব মোঃ হারুনূর রশিদ সদস্য ১৪। জনাব মোঃ খলিলুর রহমান সদস্য ১৫। জনাব মোঃ গোলাম সারওয়ার (সপন) সদস্য ১৬। জনাব মোঃ আহসানুল হক সদস্য ১৭। জনাব ফরিদা সুলতান খানম প্রধান শিক্ষক (সম্পাদিকা) ১৮। শিক্ষিকা প্রতিনিধি (পদাধিকাবলে) বিদ্যালয়ের কোন আয়ের উৎস না থাকায় অত্র এলাকার জন সাধারনের নিকট হতে চাঁদা সংগ্রহের সিদ্ধান্ত গৃহিত হয়। চাঁদার জন্য রশিদ বই ও প্রচার পত্র ছাপাইবার ব্যবস্থা করার জন্য জনাব মো আব্দুল হক সাহেব কে দায়িত্ব দেওয়া হয়। অর্থ সংগ্রহের জন্য নিম্নে লিখিত ব্যক্তি বর্গের একটি অর্থ সংগ্রহ উপকমিটি গঠন করা হয়। ১। জনাব মোঃ সিদ্দিকুর রহমান ২। জনাব মোঃ ইসারুল হক ৩। জনাব মোঃ কোরবান হোসেন ৪। জনাব মোঃ আব্দুল হক ৫। জনাব মোঃ নূরূল হক ৬। জনাব মোঃ আহম্মদ হোসেন
১৯৮৭ সালে ১লা জানুয়ারি কমিটি সিদ্ধান্ত অনুযায়ি ৫ জন শিক্ষক ও ৩ জন কর্মচারি নিয়ে অত্র বিদ্যালয়ের পথ চলা শুরু হয়। প্রধান শিক্ষক জনাব ফরিদা সুলতানা খানম সহকারি শিক্ষক জনাব মোসাঃ রেজিনা বিলকিস সহকারি শিক্ষক জনাব মোসাঃ উম্মে সালেহা খাতুন সহকারি শিক্ষক জনাব মোসাঃ মাহমুদা খাতুন (ধর্মীয়) সহকারি শিক্ষক জনাব মারিয়া অলকা মন্ডল অফিস সহকারি এম এ মাহিদ পিয়ন দুলাল শেখ আয়া হানুফা বেগম
৬ষ্ঠ, ৭ম, ৮ম, শ্রেনীতে মোট ৫০ জন শিক্ষার্থী নিয়ে অত্র বিদ্যালয়ে কার্যক্রম শুরু হয়। ১৯৮৮ সালে ৯ম, ও ১৯৮৮ সালে ১০ম শ্রেণীর কার্যক্রম শুরু হলে – জনাব রাশিদা বেগম জনাব দিল আরা শামীম জনাব আনুয়ারা রহমান চৌধুরী জনাব মোসাঃ রোকেয়া বেগম , শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে শ্রেণী কার্যক্রম পরিচালিত হয়।
প্রথম স্বীকৃতি – নিম্ন মাধ্যমিক ০১/০১/১৯৮৮ খ্রিঃ স্বীকৃতি মেয়াদ – ৩১/১২/১৯৯৩ খ্রিঃ পরিচালনা কমিটি ১০ জন সদস্য বিশিষ্ঠ কমিটির মেয়াদ – ২১/০১/১৯৯৮খ্রিঃ পর্যন্ত শ্রেণি ভিত্তিক ছাত্রী সংখ্যা প্রভাতী ৬ষ্ঠ (ক) শাখা ৪৫জন ৬ষ্ঠ(খ) শাখা ৪১ জন ৭ম ( ক) শাখা ৪৮ জন ৭ম ( খ) শাখা ৪২ জন দিবা ৮ম (ক) ৪২ জন ৮ম (খ) ৪৩ জন ৯ম ৬০ জন ১০ম ৬৫ জন
১৯৯২ সালে অফিস সহকারি হিসেবে জনাব মোঃ ইকবাল কবির এবং ১৯৯৫ সালে গণিতের মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ নিয়োগ প্রাপ্ত হন । ১৯৯৭ সালে অত্র বিদ্যালয়ের শিক্ষক জনাব রাসিদা বেগম এর প্রচেষ্ঠায় কানাডিয়ান হাই কমিশনার S.A.P এর সহযোগিতায় এক তলা বিল্ডিং প্রতিষ্ঠিত হয় । প্রধান শিক্ষক ফরিদা খানম অবসর গ্রহন করেন ১৪/০১/২০১০খ্রিঃ পরবর্তীতে সিনিয়র সহকারি শিক্ষক আনোয়ারা রহমান চৌধুরী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন ১৫/০১/২০১০খ্রিঃ হতে – ২৫/০৫/২০১২খ্রিঃ পর্যন্ত । চলতি ভার প্রাপ্ত প্রধান শিক্ষক এর দায়িত্ব পালন করেন মোসাঃ উম্মে সালেহা খাতুন তারিখ ২৬/০৫ /২০১২খ্রিঃ। পুনরায় জনাব আনুয়ারা রহমান চৌধুরী ২৭/০৫/২০১২খ্রিঃ হতে ৩০/০৫/২০১২খ্রিঃ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ৩১/০৫/২০১২ খ্রি; জনাব মোঃ মাহাবুব-উল-আলম প্রধান শিক্ষক হিসেবে প্রতিষ্ঠানে যোগদান করেন ।তিনি অদ্যবধি কর্মরত আছেন । বর্তমানে এই বিদ্যালয়ে রয়েছে দক্ষ মেধাবী প্রশিক্ষণ প্রাপ্ত ও নিবেদিত প্রান শিক্ষক । বর্তমান সভাপতি জনাব এ কে মাসুদ এবং বর্তমান প্রধান শিক্ষক জনাব মোঃ মাহাবুব -উল-আলম এর প্রচেষ্ঠায় জনাব ফজলে হোসেন বাদশা এম.পি, ছয় তলা ভীত বিশিষ্ঠ ৩য় তলা ভবন পর্যন্ত প্রতিষ্ঠা লাভ করে এবং বর্তমানে শ্রেনি কার্যক্রম চলমান রয়েছে। পদ্মা নদীর উত্তরে অবস্থিত রাজশাহী কোর্টে মহিষবাথান এলাকায় প্রতিষ্ঠা কালিন সময় থেকে সুনামের সাথে অত্র এলাকার গন মানুষের চাহিদা পূরনে সফল ভাবে ক্রিয়া কর্ম পরিচালনা করে চলছে ।
মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী কোর্ট, রাজপাড়া, রাজশাহী, একটি প্রযোজ্য শিক্ষা প্রতিষ্ঠান। এটি শিক্ষার ক্ষেত্রে পূর্বাভাসী এবং সুসজ্জিত একটি স্থান। এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্ষুদ্র থেকে বড় পর্যন্ত মাধ্যমিক শিক্ষা প্রদান করা হয়।
বিদ্যালয়টি শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে পূর্ণভাবে উন্নত করতে অবগত এবং প্রতিবদ্ধ। এখানে শিক্ষকগণ যত্ন নেয় এবং ছাত্রীদের ব্যক্তিত্ব উন্নত করার জন্য সহায়ক থাকে।
যোগাযোগ
মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী কোর্ট, রাজপাড়া, রাজশাহী